||অনলাইন প্রতিনিধি, মাদারীপুর||
মাদারীপুরে করোনাভাইরাসের উপসর্গ জ্বর-কাশিতে আক্রান্ত হয়ে এক স্বর্ণ ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার ২৭ জুন সকালে মাদারীপুর সদর হাসপাতালে সন্তোষ কর্মকার নামে ৫০ বছর বয়সী ওই স্বর্ণ ব্যবসায়ী মারা যান বলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকার জানান।
ডা. অখিল সরকার বলেন, সন্তোষের বাড়ি শহরের পুরান বাজারে। তিনি সেখানে স্বর্ণের ব্যবসা করতেন। জ্বর-কাশি নিয়ে সন্তোষকে শুক্রবার সকালে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
করোনাভাইরাস পরীক্ষার জন্য সন্তোষের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. মো. সফিকুল ইসলাম।
এছাড়া মাদারীপুরে গত ২৪ ঘন্টায় জেলায় ৩৬ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় মোট সনাক্ত ৬৬৬ জন, সুস্থ হয়েছেন ১৯৩ জন, মৃত্যু হয়েছে ৯ জনের।