||অনলাইন প্রতিনিধি, মাদারীপুর||
মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার নিরাময় হাসপাতালের পাশে একটি পাঁচতলা ভবন মালিক ইতালি প্রবাসী সালাম খালাসী (৫৫) করোনা উপসর্গ নিয়ে রোববার দুপুরে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তার বাড়ী সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজরাপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের কলেজ রোড এলাকার নিরাময় হাসপাতাল সংলগ্ন ইতালি প্রবাসী ছালাম খালাসী ফেব্রুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহে ইতালি থেকে মাদারীপুরের নিজ বাড়িতে আসেন। গত এক সপ্তাহ থেকে তার শরীরে করোনা উপসর্গ জ¦র, কাঁশি দেখা দেয়। বাসাতে বসেই তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রোববার দুপুর পৌঁনে দুইটার দিকে নিজ বাসাতেই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে জেলা স্বাস্থ্য বিভাগের লোক এসে করোনার নমুনা নিয়ে গেছেন। এ নিয়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন। গত ৩ দিন আগে তার বড় ভাই আবুল হাসান খালাসী একই উপসর্গ নিয়ে মারা যান। তিনদিনের ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে ওই পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন বলেন, ‘দুপুরে ছালাম খালাসী নামের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মারা যাওয়ার পরে আমরা তার করোনার নমুনা সংগ্রহ করেছি। তাকে স্বাস্থ্য বিধি মেনে দাফন করার জন্য পরিবারের সদস্যদের বলা হয়েছে’।
মাদারীপুরে আজ রবিবার করোনা ভাইরাসের ১৫৬টি নমুনা পরীক্ষার ফলাফলে ৬০ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ২৭জন, রাজৈরে ৬জন, কালকিনিতে ১৬ জন, শিবচরে ১১ জন। গত ১৫ ও ১৬ জুন তারিখে এই ১৫৬ জনের নমুনা পাঠানো হয়েছিল। এই দুই দিনের পাঠানো নমুনার ফলাফলে আক্রান্তের হার শতকরা ৩৮ শতাংশেরও বেশি। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৩৯১ জন।