||অনলাইন প্রতিনিধি , মাদারীপুর||
মাদারীপুরে করোনায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালের সহকারী নার্স মো. শহিদুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোববার ভোরে মারা গেছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে শহরের পানিছত্র এলাকায় রিক্সার গ্যারেজ ব্যবসায়ী আব্দুল লতিফ হাওলাদারের মৃত্যু হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকার জানিয়েছেন, সদর হাসপাতালের সহকারী নার্স মো. শহিদুল ইসলাম (৫২) গত ৩ তারিখে কোভিড-১৯ এর নমুনা দেওয়ার পরে তার রিপোর্ট পজেটিভ আসে এবং ফরিদপুর মেডিকেলে চিকিৎসা নিচ্ছিল। রোববার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা গেছেন।
ডা. অখিল সরকার আরো বলেন, গত রাতে শহরের পানিছত্র এলাকায় আব্দুল লতিফ হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।