।।বার্তা সারাবেলা।।
বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন সরবরাহের জন্য কুটনৈতিক প্রতিযোগিতায় মেতেছে চীন ও ভারত। দক্ষিণ এশিয়ার জনবহুল এ দেশে প্রভাব বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের এমন প্রতিযোগিতা। জাপানভিত্তিক নিক্কেই এশিয়ান রিভিউ একথা জানিয়েছে।
শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশকে ভ্যাকসিন সরবরাহের মাধ্যমে ভুরাজনৈতিক প্রতিপত্তি প্রসারের প্রতিযোগিতায় চীন ও ভারতের পাশাপাশি রয়েছে রাশিয়াও।
গতমাসে বাংলাদেশ সরকার চীনের বেসরকারি প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক উদ্ভাবিত করোনাভ্যাক টিকার তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দেয়। সক্ষম কোনো বাংলাদেশী কোম্পানিকে সিনোভ্যাক তাদের করোনাভ্যাক ভ্যাকসিন উৎপাদনের লাইসেন্স দেবে, এমন শর্তে আইসিডিডিআর’বি ওই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করবে।
তবে বাংলাদেশ সরকার এক ঘোড়াতেই পুরো বাজির দান ছাড়তে চায়না। এজন্য সরকার গত ২৮ আগস্ট সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে প্রাধিকারমূলক ভিত্তিতে কোভিড ভ্যাকসিন সরবরাহের একটি চুক্তিকে স্বাগত জানিয়েছে।
ঢাকা থেকে প্রেরিতে সংবাদে বলা হয়, চীন ও ভারতের পাশাপাশি রাশিয়াও বাংলাদেশকে কোভিড ভ্যাকসিন সরবরাহের আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশের কোনো সক্ষম কোম্পানিকে রাশিয়া তাদের উদ্ভাবিত স্পুৎনিক ভি ভ্যাকসিন স্থানীয়ভাবে উৎপাদনের সুযোগ দিতে চায় বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গত সপ্তাহে সাংবাদিকদের জানিয়েছেন।