ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ায় টেলিমেডিসিন সেবা দেবে সরকার

অ্যাস্ট্রেজেনেকার অক্সফোর্ড ভ্যাকসিন যারা নিয়েছেন তাঁদের বড় কোনো সমস্যা হয়নি। তবে ভ্যাকসিন নেয়ার পর কারো শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তাকে ফোনে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেবে সরকার।

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

করোনা ভ্যাকসিন নেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হলে টেলিফোনে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেবে সরকার। এতথ্য জানিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেছেন, অ্যাস্ট্রেজেনেকার অক্সফোর্ড ভ্যাকসিন যারা নিয়েছেন তাঁদের বড় কোনো সমস্যা হয়নি। তবে ভ্যাকসিন নেয়ার পর কারো শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তাকে ফোনে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেবে সরকার।

স্বাস্থ্যবিটের সংবাদ কর্মীদের ভ্যাকসিনতথ্য জানাতে গতকাল বুধবার তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ।

ভ্যাকসিন দেশে আসার পর কীভাবে মানুষকে দেয়া হবে এ প্রসঙ্গে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আরো জানান, ভ্যাকসিন দেশে আসার পর প্রথমে ঢাকার ৪টি কোভিড ডেডিকেটেড কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবায় নিয়োজিত  প্রায় ৫০০ থেকে ৬০০ কর্মীকে এরপর তাদেরকে ৭দিনের পর্যবেক্ষণে রাখা হবে। পর্যবেক্ষণশেষে সাধারণ মানুষকে এই ভ্যাকসিন দেয়া হবে।

দেশে কোনো নকল ভ্যাকসিন প্রয়োগের সুযোগ আছে কিনা জানতে চাইলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জানান, দেশের ওষুধ প্রশাসন অধিদফতরের নিবন্ধিত প্রতিষ্ঠান ছাড়া এই ভ্যাকসিন প্রয়োগের কোনো সুযোগ নেই। এজন্য সরকার “সুরক্ষা অ্যাপ” নামে একটি মাত্র সরকারি অ্যাপ থেকেই ভ্যাকসিনের জন্য নাম নিবন্ধনের সুযোগ দিয়েছে।

প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ জানান, ভ্যাকসিন দেশে এলে সেটিকে যথাযথ নিরাপত্তার মাধ্যমে বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে এবং এই ভ্যাকসিন দিতে যেন কোনো প্রকার অনিয়ম না হয় সে ব্যাপারে সরকার কঠোর নজরদারি ব্যবস্থা রাখবে।

সভায় অন্যান্যের মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদসূত্র: তথ্যবিবরনী

 

সংবাদ সারাদিন