ভোলায় করোনা আক্রান্ত পল্লী চিকিৎসক

|| অনলাইন প্রতিনিধি, ভোলা ||

এক পল্লী চিকিৎসকের করোনা আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে জেলায় এ পর্যন্ত আক্রান্ত হলেন ৫ জন। এই পল্লী চিকিৎসকের বাড়ি ভোলা সদর উপজেলার ইলিশা বাজারে। ২৯ বছর বয়সী ইলিশা বাজারেই চিকিৎসা দিতেন। বুধবার দুপুরে ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ওই পল্লী চিকিৎসক করোনা শনাক্ত হওয়ার পর ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, সদর থানার ওসি মো. এনায়েত হোসেন, ইলিশা ফাড়ির ইনচার্জ রতন চন্দ্র শীল চিকিৎসকের বাড়ি লকডাউন করে দেন। তবে ওই এলাকায় ঠিক কতজন সংক্রমিত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

জেলায় করোনা আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৩ জন, মনপুরা উপজেলায় ০১জন, বোরহানউদ্দিনে ১জন। #

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন