ভালুকায় করোনায় মারা গেল এক প্রসূতি

|| অনলাইন প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)  ||

ময়মনসিংহের ভালুকা উপজেলায় করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে এক প্রসূতির মৃত্যু হয়েছে। মৃত নারীর নাম দিলরুবা আক্তার (৩০)।

বুধবার ২০ মে রাত সাড়ে ৪টার দিকে উপজেলার নিশিন্দা গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত দিলরুবা আক্তার ওই গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী।

জানা যায়, গত ২০ দিন আগে নিজ বাড়িতে এক ছেলে সন্তানের জন্ম দেন প্রসূতি দিলরুবা আক্তার। গত এক সপ্তাহ ধরে দিলরুবার জ্বর, গলাব্যথা ও মাথাব্যথা দেখা দেয়। পরে তাকে ভালুকা সদরের একজন পল্লী চিকিৎসককে দেখিয়ে ওষুধ দেয়া হয়।

করোনা উপসর্গ নিয়েই বুধবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুর পর ওই বাড়ি ও আশপাশের মানুষের মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এজন্য মৃত নারীর করোনা পরীক্ষা করে দাফনের জন্য স্থানীয়রা দাবি করেছেন।

এ ব্যাপারে ভালুকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহেলী শারমিন বলেন, শ্বাসকষ্ট, জ্বর, গলা ও মাথাব্যথা থাকলেই তাকে করোনা উপসর্গ বলা যাবে না। খোঁজ নেয়ার জন্য স্বাস্থ্যকর্মীকে ঘটনাস্থলে পাঠিয়েছি। যদি করোনা উপসর্গেই মারা গিয়ে থাকেন, তা হলে নমুনা (সোয়াব) সংগ্রহের জন্য ল্যাব টেকনেশিয়ান পাঠাব।

সসা/এসআই/এসএম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন