অনলা্ইন ডেস্ক
করোনাভাইরাতে এ পর্যন্ত মারা গেছে ৭০ হাজারেরও বেশী মানুষ। এর মধ্যে গেল ৪৮ ঘণ্টায় ১০ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আর এই সময়ের মধ্যে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়েছে দেড় লাখেরও বেশি।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, বাংলাদেশ সময় ৬ই এপ্রিল সোমবার সন্ধ্যা ছয়টায় বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে মোট ১২ লাখ ৮৬ হাজার ৪০৯ জন। আর ৭০ হাজার ৩৫৬জন মারা গেছে। এ পযন্ত বিশ্বের ১৮৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ বিস্তারের কেন্দ্রস্থল এখনো ইউরোপ। যদিও ধীরে ধীরে সেই জায়গাটি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মৃত মানুষের সংখ্যার দিক থেকে প্রথম দুটি দেশই ইউরোপের। সবার ওপরে আছে ইতালি, ৬ই এপ্রিল পর্যন্ত ইতালিতে মারা গেছে ১৫ হাজার ৮৮৭ জন। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৮ হাজার ৯৪৮ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ৮১৫ মানুষ।
ইতালির পরই বেশি মানুষ মারা গেছে স্পেনে। দেশটিতে মারা গেছেন ১৩ হাজার ৫৫ জন, আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৩২ জন। আর সুস্থ হয়েছেন ৪০ হাজার ৪৩৭ জন।
তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত ৮ হাজার ৯৩ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৭৮০ জন। আর ১৬ হাজার ৩৫৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
এ ছাড়া যুক্তরাজ্যে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ও তাঁর ফিয়াঁসেসহ আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৪৫৩ জন, এখন পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৯৪৩ জন।
ইউরোপে আক্রান্তের হার বেশি হলেও মারা যাবার দিক থেকে কমের দিকে রয়েছে জার্মানি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ১৩২ জন আর মারা গেছেন ১ হাজার ৫৮৪ জন।
অন্যদিকে এখন পর্যন্ত ইরানে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৫০০ জন, মারা গেছেন ৩ হাজার ৭৩৯ জন। আর যে চীনে করোনা ভাইরাস সংক্রমণ শুরু সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৬৮৫ জন, মারা গেছেন ৩ হাজার ৩৩৫ জন। গত ৪৮ ঘণ্টায় চীনে নতুন করে ৫ জন মারা গেছে। আর নতুন আক্রান্তের হারও দেশটিতে কমে গেছে।
যুক্তরাষ্ট্রে ৬ই এপ্রিল সন্ধ্যা পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৭ হাজার ৯৩৩ জন, মারা গেছেন ৯ হাজার ৬৩৩ জন।
তবে সুস্থ হওয়ার দিক থেকে সবার ওপরে রয়েছে চীন। ৬ই এপ্রিল পর্যন্ত বিশ্বজুড়ে ২ লাখ ৭০ হাজার ৯৮ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে চীনে সুস্থ হয়ে উঠেছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ। স্পেনে সুস্থ হয়েছেন সাড়ে ৪০ হাজারের বেশি মানুষ।
এদিকে সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশে ৬ই এপ্রিল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন, আক্রান্ত ১২৩ জন। ৬ই এপ্রিল নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ জন, আর মারা গেছেন তিনজন। এই সংখ্যা দেশটিতে একদিনে সর্বোচ্চ বলছে স্বাস্থ্য অধিদফতর। সুস্থ হয়ে উঠেছেন ৩৩জন।#
প্রচ্ছদ » খেলা সারাবেলা » বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মৃত ৭০ হাজার ৩৫৬ জন
এই সম্পর্কিত আরও সংবাদ
রংপুর বিভাগের করোনায় ২৪ ঘন্টায় ১৯জনের মৃত্যু
আগস্ট ৯, ২০২১
চলমান কঠোর বিধিনিষেধ বাড়লো ১১ই আগস্ট পর্যন্ত
আগস্ট ৩, ২০২১
করোনা সংক্রমণে দেশে নতুন মৃত্যু ২৪৬ শনাক্ত ১৬ হাজার
আগস্ট ২, ২০২১
এই বিভাগের সর্বশেষ
নাঙ্গলকোটে টিকা সংকটে বিক্ষুব্ধ সোচ্চারণ জানালো প্রবাসীরা
আগস্ট ১০, ২০২১
রংপুর বিভাগের করোনায় ২৪ ঘন্টায় ১৯জনের মৃত্যু
আগস্ট ৯, ২০২১
চলমান কঠোর বিধিনিষেধ বাড়লো ১১ই আগস্ট পর্যন্ত
আগস্ট ৩, ২০২১