|| সারাবেলা প্রতিনিধি, বাগেরহাট ||
বাগেরহাটে সংক্রমনের হার ৪৫ শতাংশে পৌঁছেছে। গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৭ জন করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন আরও ৩ জন। এই নিয়ে বাগেরহাট জেলায় ১ হাজার ৭৫২ জনের করোনা সংক্রমিত হলেন। মারা গেছেন এ পর্যন্ত ৪৫ জন। এ জেলায় করোনা সংক্রামন ক্রমশ: উদ্বেগজনক হারে বাড়ছে। এরমধ্যে মোংলা, মোড়েলগঞ্জ ও সদর উপজেলায় সংক্রমন বিপজ্জনক হয়ে উঠছে।
রোববার ৬ই জুন দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, গত দশদিন যাবত বাগেরহাটে করোনা সংক্রমন বেড়েছে। এর মধ্যে অতিরিক্ত হারে বেড়েছে মোংলা ও মোরেলগঞ্জে। সদরেও সংক্রমনের হার বেড়েছে। মোংলায় ৭০ শতাংশ এবং জেলায় সংক্রমনের হার ৪৫ শতাংশ। বাগেরহাট সদর হাসপাতালে ১৭জন করোনা সংক্রমিত রোগী চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেষণা অনুযায়ী সকল বিধি নিষেধ প্রয়োগ করে আমরা চেষ্টা করছি সংক্রমনের হার নিম্নমুখী রাখতে।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জীবিতেশ বিশ্বাস বলেন, শনিবার নতুন করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৪৮ জনের মধ্যে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, মোংলা পৌরসভা এলাকায় সংক্রমণের হার বেশি। সামাজিক সংক্রমণ রোধে তাই পৌরসভা ছাড়াও উপজেলার ছয়টি ইউনিয়নে শনিবার থেকে বিধিনিষেধের আওতায় আনা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, সমন্বিত উদ্যোগে করোনা সংক্রমন রোধে সর্বাত্মক চেষ্টা চলছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি সুরক্ষায় জনসচেতনতার প্রচার চালানো হচ্ছে।