|| সারাবেলা প্রতিবেদন ||
জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি এবং লেখক-বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর ও স্ত্রী সুরাইয়া হানম দু’জনই করোনা সংক্রমিত।
বৃহস্পতিবার বদরুদ্দীন উমর ও তার স্ত্রী সুরাইয়া হানমের করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে। এরপর থেকে নিজ বাসায় তাদের দু’জনের চিকিৎসা চলছে। বর্তমানে দু’জনের শরীরে জ্বর না থাকলেও বদরুদ্দীন উমর শ্বাসকষ্টে ভুগছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বৃহস্পতিবার রাতে জানান, বদরুদ্দীন উমরের বয়স ৮৯ বছর এবং তার স্ত্রী সুরাইয়া হানমের বয়স ৮৪ বছর। বয়স বিবেচনায় দু’জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা প্রয়োজন। তবে এজন্য দিনভর চেষ্টা করা হলেও বৃহস্পতিবার কোনো হাসপাতালেই বেড খালি পাওয়া যায়নি। এই কারণে আপাতত তাদের বাসায় রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
আজীবন মানুষের কল্যাণে কাজ করিয়ে বিশেষ এই মানুষটি ও তার স্ত্রীর সুস্থতা চেয়েছেন তার স্বজন-সুহদরা।