জেলার করোনা শনাক্ত তিন হাজার ছাড়লো
|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||
ফেনীতে করোনা সংক্রমিত হয়ে দেলোয়ারা বেগম নামে এক নারী গত শনিবার রাতে মারা গেছেন। তিনি জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের চম্পকনগর গ্রামের মো. শাহ আলমের স্ত্রী। বাড়ীতে কয়েকদিন থেকেই জ্বর, শ্বাসকষ্টসহ অসুস্থ হলে গত শুক্রবার ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে পরদিন শনিবার তাঁর নমুনা সংগ্রহ করা হয় এবং বিকেলে চট্টগ্রাম সিএমএইচ এ পাঠিয়ে দেওয়া হয়। তিনি চট্টগ্রাম সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান।
রোববার লাশ বাড়ীতে নিয়ে দাফনও করা হয়। সোমবার নমুনা পরীক্ষার ফলাফলে তাঁর করোনা পজেটিভ শনাক্ত হয়। জেলা সিভিল সার্জন কার্যালয় সোমবার বিকেলে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ফেনীতে গত ২৪ ঘন্টায় আরও ২৪ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৭৪০০ জনের নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য নিশ্চিত করে ফেনী সিভিল সার্জনের কার্যালয়।
জেলায় এ যাবত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ২৭ জন। সুস্থ্য হয়েছেন দুই হাজার ২৫৭ জন। জেলার কর্মরত একজন সিভিল সার্জন ডা: সাজ্জাদ হোসেনসহ ৪৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। জেলায় এ যাবত ১৭ হাজার ৪৯৩ জনের শরীরের নমুনা সংগ্রহ করে ১৭ হাজার ১১৪ জনের করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, হাসপাতালে ভর্তি রয়েছেন ২০ জন। তন্মধ্যে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ১৪ জন, দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও বেসরকারী মেডিনোভা হাসপাতালে ৪ জন রোগী ভর্তি রয়েছেন। বর্তমানে ৬৭১ জন কোভিড ১৯ আক্রান্ত রোগী স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।