|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গিয়ে মাঠে কাজ করছেন এমন সামনের সারির যোদ্ধাদের মধ্যে পুলিশ বাহিনীতে আক্রান্তের সংখ্যা এখন চার হাজারের বেশী।
পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার পর্যন্ত পুলিশের চার হাজার ৫৩ জন সদস্য নতুন এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ১৪ জন আর সুস্থ হয়েছেন ১১১৯ জন।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উন্নত ও মানসম্মত ‘চিকিৎসা ও সেবায়’ সুস্থতার হারও বেশ দ্রুত বাড়ছে বলে সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পুলিশ সদস্যদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি কমাতে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে।