|| অনলাইন প্রতিনিধি, লালমোহন (ভোলা) ||
অবশেষে পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট-পিপিই পেলেন লালমোহন-তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সরা।
শুক্রবার সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ফোরটিজ গ্রুপের এমডি শাহাদাৎ হোসেনের দেওয়া এসব পিপিই ডাক্তার ও নার্সদের হাতে তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এমপি শাওন বলেন, করোনার প্রাদূর্ভাবে সাধারণ মানুষকে চিকিৎসা দিতে যারা সামনের সারিতে থেকে কাজ করছেন তাদের সুরক্ষা আগে প্রয়োজন। তাই আজ দুই উপজেলার ডাক্তার-নার্সদেরকে পিপিই দেওয়া হলো। তিনি এসময়ে সরকার ঘোষিত ৩১ দফা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস ডা. মিজানুর রহমান, তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস ডা. কবীর সোহেল এসময়ে উপস্থিত ছিলেন।
