দেশে করোনায় মোট শনাক্ত এখন ১০১২ জন

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা এখন ১ হজার ১২জন। সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা গতকাল সোমবারের চেয়ে আজ মঙ্গলবার আরও বেড়েছে। বেড়েছে মৃত্যুর সংখ্যাও।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ২০৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এক দিনে এটা সর্বোচ্চ শনাক্ত। দেশে এই প্রথম এক দিনে শনাক্তের সংখ্যা ২০০ ছাড়াল। একই সময় মারা গেছেন ৭ জন।
আজ মঙ্গলবার করোনভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১২ জন। আর মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ৪৬। গতকাল সোমবার শনাক্তের সংখ্যা ছিল ১৮২। মৃত্যু হয় ৫ জনের।
গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৯০৫ জনের। আর সোমবার পরীক্ষা হয় ১ হাজার ৫৭০ জনের।
আজকের ব্রিফিংয়ে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী নতুন করে সুস্থ হননি। তাই সুস্থ রোগীর সংখ্যা আগে যা ছিল, এখনো তাই। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২ জন।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন