দেশে করোনায় নতুন আক্রান্ত ৬৩৬ মারা গেছে আরও ৮

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

দেশে গেল ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা গেছে। এ ছাড়া একই সময়ে কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৮ জন।

শনিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা সবশেষ এসব তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘন্টায় দেশের ৩৫টি ল্যাবে মোট ৫ হাজার ৪৬৫টি নমুনা পরীক্ষা করে ৬৩৬ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১৩ হাজার ৭৭০ জন।

ডা. নাসিমা জানান, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৮ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২১৪ জন মারা গেলো। সবশেষ মারা যাওয়া ৮ জনই পুরুষ।

নতুন করে মারা যাওয়া ৮ জনের বয়সসীমা ৭১ থেকে ৮০ বছর বয়সী ২ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২ জন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সী ১ জন।

এদিকে আগে থেকেই চিকিৎসা নিচ্ছেন এমন আরও ৩১৩ জন শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. নাসিমা বলেন, এ নিয়ে এখন পর্যন্ত ২ হাজার ৪১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শনিবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯ লাখ ৫১ হাজার ৯০৫ জন। এদের মধ্যে মারা গেছে ২ লাখ ৭৫ হাজার ৬৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩ লাখ ৩০ হাজার ২০৯ জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন