দেশে করোনায় নতুন আক্রান্ত ৫৬৪ মারা গেছে ৫ জন

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

দেশে গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর এ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৬৬৭ জনে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬৮ জন হয়েছে।

গত এক দিনে হাসপাতালে থাকা আরও ১০ জন জন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৬০ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪ হাজার ৯৬৫টি। গত একদিনে মারা যাওয়াদের মধ্যে তিন জন পুরুষ, দুই জন নারী। এদের দুজনের বয়স ৬০ বছরের বেশি, তিন জনের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন