দেশে করোনায় নতুন আক্রান্ত ৪১৪ মারা গেছেন ৭ জন

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

দেশে গেল ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪১৪ জন আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে ৪ হাজার ১৮৬ জনে দাঁড়ালো মোট আক্রান্তের সংখ্যা। আর আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মারা গেছেন ৭জন। এনিয়ে মৃতের মোট সংখ্যা এখন ১২৭। এছাড় আরো ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরো ১৬ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে দেশের করোনাভাইরাস সংক্রমণের সবশেষ এসব তথ্য জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এম পি। একইসঙ্গে তিনি এও জানান, সিঙ্গাপুরে সাড়ে চার হাজার বাংলাদেশি আক্রান্ত হয়েছেন।

পরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় যে ৭ জন মারা গেছেন, তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী। তারা সবাই ঢাকার বাসিন্দা ছিলেন। এদের মধ্যে ৪ জনের বয়স ৬০ বছরের বেশি। দুই জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, বাকি ১ জনের বয়স ৪১-৫০ এর মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তরের ২১ টি প্রতিষ্ঠানে এখন নতুন করোনাভাইরাসের পিসিআর টেস্ট হচ্ছে জানিয়ে নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯২১টি নমুনা সংগ্রহ করা হয়েছে, তার মধ্যে ৩ হাজার ৪১৬টির পরীক্ষা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে ৩৬ হাজার ৯০টি নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন