|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা আগের দিনের থেকে কমলেও মৃতের সংখ্যা বেড়েছে। শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৯ জন। নতুন করে ৩০৯ জন শনাক্তের মধ্য দিয়ে দেশে এ পর্যন্ত ৪ হাজার ৯৯৮ জন লোকের করোনা শনাক্ত হলো।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে শনিবার সরকারের স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে সবশেষ এসব তথ্য জানালেন সংস্থার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, দেশের এখন পর্যন্ত ৬০টি জেলায় আক্রান্ত মানুষের খোঁজ মিলেছে। তবে সাতক্ষীরা, ঝিনাইদহ, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় এখন পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। তবে গতকাল শুক্রবার থাকায় বেসরকারি হাসপাতালের পরীক্ষার হিসাব পাওয়া যায়নি বলে জানান নাসিমা সুলতানা।
গণমাধ্যমে মেডিকেল অক্সিজেন সরবরাহের ঘাটতি উল্লেখ করে প্রকাশিত খবরের উল্লেখ করে তিনি বলেন, দেশে অক্সিজেন সরবরাহের কোনো ঘাটতি নেই। উপজেলা পর্যায় পর্যন্ত প্রতিটি কোভিড–১৯ হাসপাতালে অক্সিজেন সরবরাহ আছে।
ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। আগের দিন শুক্রবার ৩ হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় কম নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনিবারের ব্রিফ্রিংয়ের তথ্য অনুযায়ী, দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১৪০ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৪ হাজার ৯৯৮।
গত ৮ই মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ই মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি বলছে, শুক্রবার বেলা দুইটা পর্যন্ত বিশ্বজুড়ে ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২৮ লাখের বেশি মানুষ। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। গত এক দিনে নতুন করে কারও সুস্থ হয়ে ওঠার খবর আসেনি। এ পর্যন্ত মোট ১১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।#