দেশে করোনায় আক্রান্ত নতুন ৩১২ মৃত ৭

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩১২জন। মারা গেছে ৭ জন। এ নিয়ে গেল ৮ই মার্চ থেকে এ পর্যন্ত সময়ে মোট্ আক্রান্তের সংখ্যা ২৪৫৬ জনে দাঁড়ালো। আর মৃতের সংখ্যা দাঁড়ালো ৯১ জনে। গলে ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬৩৪টি।

রোববার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে সবশেষ এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। সারাবিশ্বে এখন পর্যন্ত ১ লাখ ৬০ হাজারের বেশী মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন জনিয়ে মন্ত্রী বলেন, এতে আক্রান্তের সবশেষ সংখ্যা ২৩ লাখের ওপরে।

দেশের মানুষ লকডাউন মানছে না জানিয়ে জাহেদ মালেক বলেন, এতে করে নতুন নতুন এলাকা সংক্রমিত হচ্ছে। বিশেষ করে ঢাকা ও নারায়ণঞ্জ থেকে যেসব মানুষ দেশের বিভিন্ন জেলায় চলে গেছেন বা যাচ্ছেন তাদের মাধ্যমেই সংক্রমণ বেশী হচ্ছে।

সংক্রমিতদের ক্ষেত্রে অক্সিজেন থেরাপি ভাল কাজ দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সারাদেশের হাসপাতালগুলোতে এখন পর্যন্ত ১০ হাজার সিলিন্ডার মজুদ রয়েছে। আরও সাড়ে তিন হাজার অর্ডার করা হয়েছে। আইসিইউ ভেন্টিলেটশন খুব একটা ভাল কাজ দিচ্ছে না বলেও জানান তিনি। বলেন, গেল কয়েকদিনে আইসিইউ ভেন্টিলেশনে থাকা ৯ জন রোগির মধ্যে ৮ জনই মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত নেতা জুবায়ের আনসারীর জানাজায় প্রচুর মানুষের উপস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, করোনাদুর্যোগের এই সময়ে যেখানে বারবার জনসংস্পর্শ এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হচ্ছে, সেখানে এমন জনউপস্থিতি কোনভাবেই কাম্য হতে পারে না। তিনি এজন্য স্থানীয় প্রশানকে দায়ী করেন। বলেন, তাদের ব্যর্থতার জন্যই এমন ভয়ঙ্কর একটি ঘটনা ঘটেছে।

এমন পরিস্থিতিতে দেশের মানুষকে প্রয়োজনীয় স্বাস্থবিধি মেনে চলার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন