দেশে এক দিনে শনাক্ত ৫৪৯ মারা গেছে তিনজন

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

দেশে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা গেছে। এখন পর্যন্ত এটাই একদিনে সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ। এর মধ্য দিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা ৬ ৪৬২ জনে পৌঁঁছল। নতুন করে মারা গেছে ৩ জন। আর সুস্থ হয়েছেন ৮ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থার পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এর আগে সোমবার নতুন শনাক্ত ৪৯৭ জন আর ৭ জনের মারা যাওয়ার কথা জানানো হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৫৫ জন। আর শনাক্ত হয়েছেন সংখ্যা ৬ হাজার ৪৬২।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৩২ জনের করোনা পরীক্ষা করা হয়। এর আগের দিন ৩ হাজার ৮১২ জনের করোনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৫৪ হাজার ৭৩৩ জনকে।

নতুন করে সুস্থ হয়েছেন ৮ জন। সব মিলে সুস্থ হয়েছেন ১৩৯ জন। তবে বাসায় থেকে চিকিৎসা নেওয়া রোগীদের সুস্থ হওয়ার তথ্য এখানে নেই। যদিও প্রায় ৭৯ শতাংশ রোগী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

গত ৮ই মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ই মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন