দেশে আরো ৩৪ জন মারা গেলেন করোনা ভাইরাসে

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

সারাদেশে গেল চব্বিশ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরো ৩৪ জন মারা গেছেন। এই সময়ে নতুন করে ৩৫০৪ জন করোনারোগী শনাক্ত করা গেছে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে করোনা সংক্রমণের সবশেষ এই তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, গেল চব্বিশ ঘন্টায় ৩৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ১,৬৯৫ জন। আর সংক্রমণশনাক্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন।

নাসিমা সুলতানা জানান, দেশের গত ২৪ ঘণ্টায় দেশের ৬৬টি পরীক্ষাগারে ১৫,১৫৭ টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে। এ সময়ে যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ২৩.১২ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান তিনি।

এখন পর্যন্ত বাংলাদেশে মোট পরীক্ষা হয়েছে ৭ লাখ ১২ হাজার ৯৮ টি নমুনা।

নতুন মারা যাওয়া ৪০ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ২ জন নারী। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১,১৮৫ জন সুস্থ হয়েছেন এবং বাংলাদেশে এখন পর্যন্ত ৫৪,৩১৮ জন সুস্থ হয়েছেন বলে জানান নাসিমা সুলতানা।

জনস হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৮ লাখ সাত হাজারের বেশি মানুষ। বিশ্বে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৪ হাজার চারশো মানুষের।

সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, ২৪ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ। এরপরেই বেশি আক্রান্ত হয়েছে ব্রাজিলে ১২ লাখ ৭৪ হাজার নয়শো এবং রাশিয়ায় ৬ লাখ ১৯ হাজার নয়শো জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন