দেশের ১৭০ চিকিৎসক করোনায় আক্রান্ত বলছে বিডিএফ

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

সারাদেশে এখন পর্যন্ত ১৭০ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতথ্য জানিয়ে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফোরাম-বিডিএফ বলছে, এদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন দুইজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন। আর কোয়ারেন্টিনে রয়েছেন চারশ’র বেশী চিকিৎসক। এরা প্রায় সকলেই কোন না কোনভাবে সুরক্ষা ছাড়াই আক্রান্ত সহকর্মী কিংবা রোগীর সংস্পর্শে এসেছিলেন।

সোমবার চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফোরাম- বিডিএফ এসব তথ্য জানিয়ে বলেছে, তাদের তাদের হিসাবে প্রায় ৮০ জন নার্সসহ তিনশ’ জনের বেশি স্বাস্থ্যকর্মী এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন।

বিডিএফের তথ্য জানাচ্ছে, ঢাকা বিভাগে ১৪৩ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালের ৯৪ জন, বেসরকারি হাসপাতালগুলোর ৩৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালের ৮ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ জন চিকিৎসক রয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। ময়মনসিংহ বিভাগে সরকারি হাসপাতালগুলোয় ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জনের মধ্যে ৬ জন সরকারি হাসপাতালের-একজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক।

ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ই এপ্রিল মারা গেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিন। বাংলাদেশে মারা যাওয়া ১০১ জন কোভিড-১৯ রোগীর মধ্যে তিনিই একমাত্র চিকিৎসক।

বিডিএফের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ডা. নিরুপম দাশ বলেন, “আমরা মনে করছি, ফল্টি পিপিইর কারণে চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন। পিপিই নাই এ কথা আমরা বলছি না। কিন্তু মানসম্মত পিপিইর অভাব রয়েছে। এছাড়া রোগীরা হাসপাতালে এসে তথ্য গোপন করছেন, চিকিৎসকরা আক্রান্ত হওয়ার এটাও বড় কারণ বলে মনে করছি। তাই এই সঙ্কটসময়ে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিতে গুরুত্ব দেওয়া ছাড়া আর কোন উপায় নেই ।”#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন