টয়লেট ফ্লাশের জলকনাতেও থাকতে পারে করোনার মত ভাইরাস

|| বার্তা সারাবেলা ||

টয়লেট ফ্লাশ করলে তাতে থাকা ভাইরাস বাতাসের তিন ফুট পর্যন্ত ছড়াতে পারে। গবেষকরা এই তথ্য জানিয়ে বলছেন, টয়লেট ফ্লাশ করবার পর বাতাসের প্রচন্ড চাপে যে ঘূর্ণাবর্ত তৈরি হয় তাতে করে করোনাভাইরাসের মত অন্য অনেক ভাইরাস আপনাকে সংক্রমিত করতে পারে। তাই ফ্লাশ করবার সময় নাকমুখ ঢেকে নিন কিংবা দূর থেকে ফ্লাশ করুন।

চীনা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, ফ্লাশ করলে পর টয়লেটের ভেতরে থাকা ময়লা চলে যায় ঠিকই, কিন্তু বাতাসের চাপে তৈরি ঘূর্ণাবর্তে থাকা জীবানুসমেত জলকণা আপনার মাথা এমনি তারও ওপর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ কারণে টয়লেটের ঢাকনা নামিয়ে ফ্লাশ করার পরামর্শ দিয়েছেন তারা। আর এমন প্রমাণ মেলাতে কম্পিউটার মডেল ব্যবহার করেছেন দেশটির ইয়াংঝৌ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

ফিজিক্স অব ফ্লুইড সাময়িকীতে প্রকাশিত প্রামাণিক এই তথ্য বলছে, মানুষের হাঁচি কাশি থেকে নির্গত জলকনায় থাকা করোনাভাইরাস কোন না কোনভাবে টয়লেটের জমে থাকা পানিকে মিশে থাকতে পারে। যা ফ্লাশ করবার ফলে আবার বাতাসে ছড়িয়ে পড়ে এবং পাশে থাকার ফ্লাশকারীকে সংক্রমিত করে।

তবে টয়লেটের ভেতরে জমে থাকা পানিতে করোনাভাইরাস বাসা বাধে কি না তা এখনো পরীক্ষাপর্যায়ে। তবে এটা নিশ্চিত যে, টয়লেটের ভেতরে থাকা ময়লা পানিতে থাকা অন্য কোন ভাইরাস বা জীবানু মুখমন্ডলের মাধ্যমে আপনাকে সংক্রমিত করতেই পারে।
ইয়াংঝৌ বিশ্ববিদ্যালয়ের এ সংক্রান্ত গবেষণা দলের প্রধান জি-ঝিয়াং ও তার সহকর্মীরা বলছেন, ফ্লাশ করবার সময়ে বাতাসের প্রচন্ড চাপে টয়লেটের ভেতরে পানির জোরালো ঘূর্ণাবর্তে তৈরি হয় জলকনা। এই জলকনাগুলো এতোটাই ক্ষুদ্র যে মিনিটের ব্যবধানে বাতাসে ছড়িয়ে পড়ে।

গবেষকদের পরামর্শ হচ্ছে, টয়লেট ফ্লাশ করবার সময়ে ঢাকনাটিকে নামিয়ে নিন, ভাল করে টয়েলটের বসবার জায়গাটিকে পরের জনের ব্যবহারের জন্য জীবানুনাশক দিয়ে পরিস্কার করুন এবং নিজের হাত ও মুখ ভাল করে সাবান দিয়ে ধুৃয়ে ফেলুন।

সংবাদসূত্র : বিবিসি

৭ thoughts on “টয়লেট ফ্লাশের জলকনাতেও থাকতে পারে করোনার মত ভাইরাস”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন