|| সারাবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ ||
করোনাভাইরাস সংক্রমন বাড়ার পাশাপাশি বাড়ছে অনাহারী মানুষের সংখ্যা। দীর্ঘদিন লকডাউনে থেকে আর টিকতে পারছে না বিশেষ করে দিনমজুর ও শ্রমিকরা। যাদের খাবার নেই, নেই কোন অর্থকড়ি, পাচ্ছেন না কোন মানিকব সহায়তাও। দিতে পারছেন না বাড়িভাড়াও। বাইরে থেকে জীবিকার জন্য আসা এমন অসংখ্য মানুষ যেভাবে পারছেন ছাড়ছেন নারায়ণগঞ্জ।
শুক্রবার ১৭ই এপ্রিল ফতুল্লার মুসলিমনগর থেকে ট্রাকে করে অনেকটা পালিয়েই ট্রাকে করে বাড়ি যাচ্ছিলেন প্রায় ৬০ জন মানুষ। এদের সবার বাড়ি কিশোরগঞ্জে। লকডাউনের জেলার বাইরে যাওয়া নিষিদ্ধ থাকায় এসব মানুষকে আটক করেছে পুলিশ ফতুল্লা থানা পুলিশ । পুলিশ আটক সবাইকে তাদের বাসায় পাঠিয়ে দিয়েছে।
নারায়ণগঞ্জ ছাড়তে যাওয়া কয়েকজন জানান, তারা খাবারের অভাবে গ্রামের বাড়িতে যেতে চেয়েছিলেন। তাদের অভিযোগ, আমাদের সাহায্য নাই, ত্রাণ নাই কিভাবে জীবন বাঁচাবো। এর মধ্যে একজন বলেন, গত পরশু সকালে খাবার খাইছি এখন পর্যন্ত পেটে খাওন নাই। গ্রামে গেলেতো না খাইয়া মরতে হইবোনা ‘
এদিকে করোনার হটস্পট নারায়ণগঞ্জে ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। নারায়ণগঞ্জ থেকে দেশের অন্য জেলায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। লকডাউন করায় বন্ধ রয়েছে সরকারী বেসরকারী সকল প্রতিষ্ঠান। কর্মহীন হয়ে গৃহবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। ফলে বাড়ছে খাদ্যসংকট। অভাবী আর নিরুপায় মানুষ রাতের আধারে চেষ্টা করছে নারায়ণগঞ্জ ছাড়তে।
এখন পর্যন্ত এ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৩০১ জন। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। মারা গেছেন ২৪ জন।#
প্রচ্ছদ » খেলা সারাবেলা » লুকিয়ে নারায়ণগঞ্জ ছাড়ছে অনাহারী মানুষ
এই সম্পর্কিত আরও সংবাদ
রংপুর বিভাগের করোনায় ২৪ ঘন্টায় ১৯জনের মৃত্যু
আগস্ট ৯, ২০২১
চলমান কঠোর বিধিনিষেধ বাড়লো ১১ই আগস্ট পর্যন্ত
আগস্ট ৩, ২০২১
করোনা সংক্রমণে দেশে নতুন মৃত্যু ২৪৬ শনাক্ত ১৬ হাজার
আগস্ট ২, ২০২১
এই বিভাগের সর্বশেষ
নাঙ্গলকোটে টিকা সংকটে বিক্ষুব্ধ সোচ্চারণ জানালো প্রবাসীরা
আগস্ট ১০, ২০২১
রংপুর বিভাগের করোনায় ২৪ ঘন্টায় ১৯জনের মৃত্যু
আগস্ট ৯, ২০২১
চলমান কঠোর বিধিনিষেধ বাড়লো ১১ই আগস্ট পর্যন্ত
আগস্ট ৩, ২০২১