|| অনলাইন প্রতিনিধি, জামালপুর ||
জামালপুরের দেওয়ানগঞ্জে করোনা উপসর্গ নিয়ে নারায়নগঞ্জ ফেরত এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মন্নিয়া পাড়া গ্রামে ৩৮ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে মন্নিয়া পাড়া গ্রামে নারায়নগঞ্জ ফেরত এক নারী করোনা উপসর্গ নিয়ে মারা যায়। খবর পাওয়ার পর স্বাস্থ্য বিভাগ মৃত নারী ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে। পরে আইইডিসিআর এর নিয়ম মেনে স্বাস্থ্যবিধি অনুযায়ী ইসলামী ফাউন্ডেশনের লাশ দাফন টিমের মাধ্যমে ওই নারীর লাশ দাফন করা হয়।
বুধবার রাতে জ্বর, কাশিসহ করোনা উপসর্গ নিয়ে ৩৮ বছর বয়সী ওই নারী পোশাক শ্রমিক তার দুই ছেলেকে সাথে নিয়ে একটি পিকআপ ভ্যান ভাড়া করে নারায়নগঞ্জ থেকে দেওয়ানগঞ্জ আসেন।