চৌদ্দগ্রামে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। রোববার নতুন করে করোনায় পজেটিভ শনাক্ত হয়েছে ৮ জনের।

নতুন আক্রান্তরা হলেন; শ্রীপুর ইউনিয়নের ছোট কাছনাই গ্রামের মনোয়ারা বেগম(৭৬), মরিয়ম বেগম(২৬), চিওড়া ইউনিয়নের তেলিগ্রামের আশিকুর রহমান(৩৯), চৌদ্দগ্রাম পৌরসভার শ্রীপুর গ্রামের জিমহা(৮.৫), পাঁচরা গ্রামের বেলাল উদ্দিন(৫৫), পারভিন বেগম(৪০), বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের জামশেদ হোসেন(৩০), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোঃ শহিদ(৪৫) ও কনকাপৈত ইউনিয়নের বসকরা গ্রামের আবুল কাশেম(৫০)।

গত ৯ জুন তাদের নমুনা সংগ্রহ করা হয়। রোববার বিকেলে তাদের পজেটিভ রিপোর্ট আসে। এরই মধ্যে করোনায় আক্রান্ত আবুল কাশেম গত ১২ জুন শুক্রবার ইন্তেকাল করেছেন। এনিয়ে চৌদ্দগ্রাম উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ জনে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬ জনে।

তথ্যটি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান।
তিনি বলেন, দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে প্রত্যেককে সচেতন হয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন