চিকিৎসা না পেয়ে করোনার উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু

|| অনলাইন প্রতিনিধি, সিরাজগঞ্জ ||

করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বজরাপুর রেলগেট গ্রামের শুকুর আলী (২৮) নামের এক ব্যক্তি মারা গেছে। সে এলাকার আব্দুল খালেকের ছেলে। বৃহষ্পতিবার রাতে নিজ বাড়ীতে তিনি মারা যান। কোহিনুর কেমিক্যাল কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে গাজিপুর জেলার কাপাশিয়ায় কাজ করতেন তিনি।

মৃত শুকুর আলীল ভাই শাহাদত আলী বলেন, ৩ দিন আগে গাজীপুর থেকে বাড়ি আসার পর তার তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকালে তাকে নেয়া হয়। ভেন্টিলেশন নেই, এমন কথা বলে তাকে সদর উপজেলার বাগবাটি কোভিড হাসপাতালে যেতে পরামর্শ দেয়া হয়। সেখানে গেলেও ভর্তি না করে কোভিড পরীক্ষার সনদ চাওয়া হয়। এরপর আমরা দু’জনে সরাসরি শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজে যাই। সেখানে গিয়ে করোনার পরীক্ষা করতে পারিনি। অবশেষে রাতে বিনা চিকিৎসায় মারা যায় আমার ছোট ভাই।

আরও পড়ুনঃ কবিরাজ দিয়ে ঝাড় ফুঁ দেয়া গৃহবধূর রহস্যজনক মৃত্যু

এদিকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন বলেন, তার যে করোনার উপসর্গ ছিল, সকালে তিনি হাসপাতালে আসলেও প্রকাশ করেননি।

সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম রাত সাড়ে ১০টায় জানান, মারা যাবার পর জানা গেছে যে তার শরীরে করোনার উপসর্গ ছিল। সে যে করোনা উপসর্গ নিয়ে হাসপাতাল হাসপাতালে ঘুরে ফিরেছে, বিষয়টি আমরা অবহিত নই।

উল্লাপাড়ার ইউএনও মো: আরিফুজ্জামান জানান, আপাতত বাড়িটি লক ডাউনসহ যারা সংস্পর্শে এসেছে তাদের নমনা সংগ্রহন ও লকডাউনে রাখা হয়েছে।

সসা/স্বপন/এসএম/এসকে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন