|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
এক চিকিৎসকসহ আরও চারজন মারা যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫০ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২১৯ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের সংখ্যা এখন ১২৩১ জন। গত এক দিনে নতুন করে সেরে উঠেছেন আরও ৭ জন। সব মিলিয়ে মোট ৪৯ জন এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক মো. মঈন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় গভীর শোক ও সমবেদনা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই চিকিৎসকের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন।
ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল পৌনে ৭টায় মারা যান সিলেট মেডিকেলের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন।#
![](https://i0.wp.com/sangbadsaradin.net/wp-content/uploads/2021/08/Nangolcoat.jpg?fit=300%2C169&ssl=1)