চাঁপাইনবাবগঞ্জে চলছে দ্বিতীয় দফার বিশেষ লকডাউন

চাঁপাইনবাবগঞ্জে সার্বত্মক লকডাউনের দ্বিতীয় দফাতেও ঠেকানো যাচ্ছে না করোনার সংক্রমণের উব্বর্ধগতি। কঠোর লকডাউনের মধ্যে এমন পরিস্থিতিতে আতংকিত জেলার মানুষ। দ্বিতীয় দফা লকডাউনের ষষ্ঠ দিনে রোববার সকাল থেকেই শহর ও শহরের বাইরের বিভিন্নস্থানে চেকপোষ্ট বসিয়ে মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা সফল করতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||

চাঁপাইনবাবগঞ্জে সার্বত্মক লকডাউনের দ্বিতীয় দফাতেও ঠেকানো যাচ্ছে না করোনার সংক্রমণের উব্বর্ধগতি। কঠোর লকডাউনের মধ্যে এমন পরিস্থিতিতে আতংকিত জেলার মানুষ। দ্বিতীয় দফা লকডাউনের ষষ্ঠ দিনে রোববার সকাল থেকেই শহর ও শহরের বাইরের বিভিন্নস্থানে চেকপোষ্ট বসিয়ে মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা সফল করতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শহরতো বটেই গ্রামের মানুষও জনদুরুত্ব না মেনেই মাস্ক ছাড়া স্বাভাবিভভাবে চলাফেরা করছেন। তবে দুরপাল্লার বাস এই জেলা থেকে ছেড়ে যায়নি এবং জেলাতে ঢোকেনি। পণ্যবাহী ট্রাক চলাচল করছে। 

চাঁপাইনবাবগঞ্জ স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ১৭৫ জনের নমুনা পরীক্ষায় ১০৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ৬০ দশমিক ৫৭ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে করোনায় সংক্রমিত হয়েছেন ২৪৮৯ জন। আর মারা গেছেন ৫৪ জন।

সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, করোনা সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে- স্বাস্থ্য সচেতনতার অভাব। জেলায় লকডাউন নিয়ে মেতে আছে সকলেই কিন্ত স্বাস্থ্য সচেতনতার বিষয় কোন পদক্ষেপ নেই। সীমান্তবর্তী জেলায় হওয়ায় ভারতীয় লোকজনের সাথে লোকজনের মেলামেশা খুবই স্বাভাবিক। সেখান থেকেও ভারতীয় ভ্যারিয়েন্ট বা ভারতীয় ধরনের কারণে করোনা সংক্রমণটা বাড়তে পারে।

করোনা সংক্রমণ কমাতে হলে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়ে চিকিৎসকরা বলছেন, যত দ্রুত সম্ভব জেলার মানুষকে টিকার আওতায় আনতে হবে। আর দ্রুত সময়ের মধ্যে করোনা শনাক্ত করে চিকিৎসার আওয়ায় আনতে হবে। শহর ও গ্রাম প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করেন প্রতিরোধ গড়তে হবে। তা না হলে করোনা সংক্রমনের হার কমানো কঠিন হবে।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, কঠোর লকডাউনে বিধি নিষেধ না মানায় ১২টি নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাঠে কাজ করছেন। সম্প্রতি জেলায় করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত ২৫শে মে থেকে জেলায় সর্বাত্মক কঠোর লকডাউন ঘোষনা করেন জেলা প্রশাসন।

সংবাদ সারাদিন