|| সারাবেলা প্রতিবেদক ||
সারা দেশে করোনা সংক্রমণের ভয়াবহতা ঠেকাতে কঠোর লকডাউন চলছে। এই লকডাউনের মেয়াদ কাল বুধবার পর্যন্ত থাকলেও সেটা আরও পাঁচদিন বাড়িয়ে ১০ই আগস্ট পর্যন্ত করা হয়েছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস খুলবে ১১ই আগস্ট থেকে। সেইসঙ্গে সীমিত পরিসরে ‘রোটেশন করে’ চলবে গনপরিবহন।
আজ মঙ্গলবার করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের সভাশেষে এ তথ্য জানান বৈঠকের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, দোকানপাট খোলা হলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের টিকা নিয়ে খুলতে হবে। নিজ নিজ ওয়ার্ড থেকে সবাইকে টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কাজে যেতে হলে টিকা নিয়েই যেতে হবে।
সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ৫ই আগস্ট পর্যন্ত বিধিনিষেধ থাকলেও এরইমধ্যে ব্যবসায়িদের চাপে ১লা আগস্ট থেকেই খুলে দেয়া হয়েছে রপ্তানিমুখী শিল্পকারখানা।
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদের পর ২৩ জুলাই থেকে বিধিনিষেধ চলছে, যা ৫ আগস্ট পর্যন্ত চলবে। এবার সরকার থেকে ‘কঠোরতম’ বিধিনিষেধের কথা বলা হলেও শেষ পর্যন্ত ব্যবসায়ীদের দাবির মুখে সেটা আর রাখতে পারেনি। গত শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে জানানো হয়, ১ আগস্ট থেকে রপ্তানিমুখী সব শিল্প ও কলকারখানা চলমান বিধিনিষেধের আওতাবহির্ভূত করা হয়েছে। এ সিদ্ধান্তের পর শ্রমিকেরা গ্রামের বাড়ি থেকে দুর্ভোগ নিয়ে ঢাকাসহ বিভিন্ন কলকারখানার অভিমুখে রওনা হন। একপর্যায়ে গত রোববার দুপুর পর্যন্ত গণপরিবহন চালুর অনুমোদন দেয় সরকার। লঞ্চের সময় অবশ্য গতকাল সোমবার ভোর পর্যন্ত বাড়ানো হয়েছিল।