চট্টগ্রামে একদিনে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত

|| সারাবেলা প্রতিবেদক, চট্টগ্রাম ||

চট্টগ্রামে ১ হাজার ২১৯ জনের নমুনা পরীক্ষা করে সিটি করপোরেশনের একজন কাউন্সিলর ও চার কারারক্ষীসহ আরও ২৭৯ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

চট্টগ্রামে একদিনে রেকর্ড সংখ্যক  ১২১৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ২৭৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ১ জন সিটি করপোরেশনের কাউন্সিলর ও ৪ জন কারারক্ষীও রয়েছেন। 

আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরের ১৮০ জন ও উপজেলা পর্যায়ে ৯১ জন রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শফিউল আলম রয়েছেন। এছাড়া চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ২২, ২৩, ২৫ এবং ২৮ বছর বয়সী আরও চার কারারক্ষী করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

কাউন্সিলর শফিউল আলম  বলেন, ‘আমি ২০ মে থেকে অসুস্থ। ঈদের পর করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছিলাম। আজ সন্ধ্যায় (শনিবার) আমার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ বলে ল্যাব থেকে আমাকে জানিয়েছে।’ দোয়া চেয়ে তিনি আরো বলেন, ‘পুলিশ প্রশাসন থেকে আমার বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে। এলাকার কোন মানুষের মনে নিজের অজান্তে কোন কষ্ট দিয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি যেন দ্রুত সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরতে পারি সবাই সেই দোয়া করবেন।’

শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৬০ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১২০ জনের করোনা পাওয়া গেছে। এর মধ্যে মহানগর এলাকার ১১১ জন আছেন। বাকি ৯ জন বিভিন্ন উপজেলার।

বিআইটিআইডিতে গত তিনদিনে ৮১৬টি পরীক্ষা করে ১১৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে; উক্ত ফলাফল আজ শনিবার রাতে প্রকাশ করা হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৬৭ জন নগরের ও ৪৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভাসুতে ১৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা মিলেছে। এর মধ্যে ২ জন নগরের ও ৪০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫ জনের পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৩০ মে) দিবাগত রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

সিভিল সার্জন জানিয়েছেন, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় নতুন শনাক্ত ৯১ জনের মধ্যে লোহাগাড়ার ৩ জন, সাতকানিয়ার ১ জন, বাঁশখালীর ৫ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশের ১৩ জন, পটিয়ার ৬ জন, বোয়ালখালীর ৫ জন, রাঙ্গুনিয়ার ১ জন, রাউজানের ৫ জন, ফটিকছড়ির ২ জন, হাটহাজারীর ৩৪ জন, সীতাকুণ্ডের ১৪ জন ও মিরসরাইয়ের ১ জন আছেন।

সিভিল সার্জন থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৬০টি নমুনার মধ্যে পজিটিভ হয়েছে ১২০ জনের। এই ১২০ জনের মধ্যে ১১০ জন মহানগরীর এবং ১০ জন বিভিন্ন উপজেলার। মহানগরীর ১১০ জন হলেন- বহদ্দারহাটের ২ জন, খুলশীর-৩, মনসুরাবাদে -১, বহদ্দারহাট খাজারোডে -১, আগ্রাবাদে-৩, দামপাড়ায় পুলিশ লাইনে-১৭ জন, আসকার দিঘির পাড়ে-১, নন্দনকাননে-১, কালামিয়া বাজারে-১, অক্সিজেন এলাকায়-২, চকবাজারে-২, সদরঘাটে-২, পতেঙ্গা  নেভি গেইটে-১, হাজারি গলিতে-২, বলুয়ার দীঘি এলাকায়-১, খলিফা পট্টিতে-১, আসাদগঞ্জে -১, দেওয়ানজি পুকুর পাড়ে-১, জেলখানায়-৪ জন, পতেঙ্গায়-৬, জামালখানে-১, মোমিন রোডে-১, আজাদখান বাই লেইনে-১, হিলভিউ আবাসিক এলাকায়-৩, বায়েজীদে-৩,   চমেকে-১০ জন, পাহাড়তলীতে-১, চট্টেশ্বরীতে-১, নাসিরাবাদে-১, অলংকার মোড় এলাকায়-১, চান্দগাঁওয়ে-৪, পূর্ব মাদারবাড়িতে-১, কোতোয়ালীতে-৫, জাকির হোসেন রোডে-১, ডবলমুড়িংয়ে-১, বাকলিয়ায়-১, আমিরবাগ আবাসিক এলাকায়-১, পতেঙ্গা ঈসাখান ও হাইস্কুল কলোনী এলাকায়-২, চট্টগ্রাম বন্দরে- ১০, হালিশহরে-৪, নিউ মুরিংয়ে-১, ও পোর্ট কলোনীতে-১জন রয়েছেন। এছাড়া উপজেলার ১০ জন হলেন- হাটহাজারিতে-১, লোহাগাড়ায়-২, রাঙ্গুনিয়ায়-১, বোয়ালখালীতে-, মিরসরাইয়ে-১, সাতকানিয়ায়-১, ফটিকছড়িতে-১, চন্দনাইশে-১জন রয়েছেন।চট্টগ্রামে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ৮৬৭ জন। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৭৫ জন। সুস্থ হয়েছেন ২১৭ জন।

সসা/মতিন/এসএম/এসকে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন