|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
গেল চব্বিশ ঘন্টায় কোভিড ১৯ এ মারা গেছে ২১ জন আর শনাক্ত হয়েছে ১৬০২ জন। এই সংখ্যা দেশে করোনাভাইরাস সংক্রমণের পর থেকে সর্বোচ্চ। সবশেষ এই সংখ্যার মধ্য দিয়ে মোট মারা গেলো ৩৪৯ জন। সংক্রমিত মানুষের সংখ্যা ২৩ হাজার ৮৭০।
সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের ৪২টি ল্যাবে ৯৭৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচাল ডা. নাসিমা সুলতানা বলেন, এসব নমুনা পরীক্ষায় নতুন করে ১ হাজার ৬০২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।
করোনা ভাইরাস সংক্রমণের সবশেষ পরিস্থিতি জানাতে সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে এসব তথ্য জানান ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১২ জন। সব মিলয়ে এ পর্যন্ত মোট ৪ হাজার ৫৮৫ জন সুস্থ হয়ে উঠলেন। এছাড়া শনাক্তের হিসাবে সুস্থতার হার ১৯ দশমিক ২১ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।