কড়ে আঙুলে ছুঁয়ে দেখি হৃদয়ের জনপদ ।
হয়ত অগোচরে
ভালবাসার লাল নীল হলুদ কিংবা তেজপাতা রঙ…
বিস্ময় অনূদিত হলে ব্যতিব্যস্ত
অব্যক্ত ভাষা প্রসঙ্গ পরিবর্তনে …
শেষ বিকেলের উদ্বাস্তু কিছু প্রেম চোখকে বোকা বানাচ্ছিল বারবার ।
সজল ছলনা টুকু বন্দী ,
দ্বিধায় সর্বনাম!
কিছু জারিত ইচ্ছের চাপ চাপ রক্ত ক্ষরণ সযত্নে শুষে নেয় বৈষ্ণবী বাতাস।
সোডিয়াম আলোয় চেনা পথ হয়ে উঠে উন্মাদ ,
অথবা সবটাই স্বপ্ন ঘোর।
আর নিজের ছায়ার সঙে একলা হতেই-
মনের জানালায় তাকিয়ে দেখি
খণ্ডিত প্রেম….
লেখিকাঃ
খালেদা আক্তার সোনিয়া
(এমএসএস) ইডেন কলেজ
সসা/চর্যাপদ/এসএম