|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
করোনাভাইরাস সংক্রমণে দেশে গেল চব্বিশ ঘন্টায় নতুন করে আরও ২৮ জন মারা গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৬৪ জন।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের প্রতিদিনকার নিয়মিত অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাপরিস্থিতির সবশেষ এই তথ্য জানান।
শুক্রবার চব্বিশ ঘন্টায় শনাক্তের সংখ্যা ছিল ২ হাজার ৫২৩ জন। সেই হিসাবে নতুন রোগীর সংখ্যা বাড়ার গতি কিছুটা কমেছে। তবে গতকাল শুক্রবারের চেয়ে মারা যাওয়ার সংখ্যা বেড়েছে। শুক্রবারে মৃত্যুর সংখ্যা ছিল ২৩ জন। শনিবার ৫ জন বেড়ে তা হয়েছে ২৮ জন। এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
গত এক দিনে দেশের ৫০টি ল্যাবে ৯ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে জানিয়ে ডা. নাসিমা বলেন, “শুক্রবার ৪৯টি ল্যাবে ১১ হাজার ৩০১টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। অর্থাৎ শনিবার নমুনা পরীক্ষা কম হয়েছে দেড় হাজারের মতো। শনিবার পর্যন্ত দেশে নমুনা পরীক্ষা হয়েছে ২ লাখ ৯৭ হাজার ৫৪টি।
এদিকে নতুন করে ১ হাজার ৭৬৪ রোগী শনাক্ত হওয়ার মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬০৮ জনে। আর মৃতের সংখ্যায় ২৮ জন যোগ হওয়ায় মোট মৃত্যু বেড়ে হয়েছে ৬১০ জন।
মারা যাওয়াদের বিশ্লেষণাত্মক পরিসংখ্যান জানাতে গিয়ে ডা. নাসিমা সুলতানা বলেন, “গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৫ জন পুরুষ এবং তিনজন নারী। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে দুজনের বয়স ছিল ৮০ বছরের বেশি। এছাড়া ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন মারা যান।
এছাড়া সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬০ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৯ হাজার ৩৭৫ জন সুস্থ হয়ে উঠলেন। শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০২ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।
এলাকাভিত্তিক বিশ্লেষণে নাসিমা সুলতানা জানান, মৃতদের মধ্যে ঢাকা মহানগরীর ১০ জন, ঢাকা মহানগরীর বাইরে ঢাকা জেলার বিভিন্ন এলাকার ১ জন, নারায়ণগঞ্জের ১ জন, মুন্সিগঞ্জের ১ জন, গাজীপুরের ১ জন, ফরিদপুরের ২ জন, নরসিংদীর ২ জন, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ২ জন, সিটি করপোরেশনের বাইরে চট্টগ্রাম জেলায় ১ জন, কক্সবাজারের ২ জন, কুমিল্লার ২ জন, রংপুরের ১ জন, পঞ্চগড়ের ১ জন ও সিলেটের ১ জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আনা হয়েছে ৪৬৯ জনকে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ৫ হাজার ৫২৯ জন রোগী।