করোনা সংক্রমণে বাড়ছেই মৃত্যু গেল একদিনের সংখ্যা ২৮

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

গেল কয়েক দিন ধরেই বাড়ছে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা। গেল চব্বিশ ঘন্টায় মারা গেছেন ২৮ জন। এই সংখ্যা করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত সর্বোচ্চ। শনিবার এই সংখ্যা ছিল ২৪ জন। রোববারের সংখ্যা যোগ করে গেল আড়াই মাসে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৪৮০ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহা পরিচালক ডা. নাসিমা সুলতানা দেশে করোনাভাইরাস সংক্রমণের সবশেষ তথ্য উপস্থাপন করেন।

তিনি বলেন, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৫৩২ জন। এনিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩ হাজার ৬১০ জনে।

ডা. নাসিমা সুলতানা জানান, সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৬ হাজার ৯০১ জন সুস্থ হয়ে উঠলেন। শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার এই হার ২০ দশমিক ৫৩ শতাংশ, আর মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

শনিবার মৃতদের বিশ্লেষণাত্মক পরিসংখ্যান জানালেও রোববারের বুলেটিনে এ সম্পর্কিত কোন তথ্য দেননি ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, গত এক দিনে দেশের ৪৭টি ল্যাবে ৮ হাজার ৯০৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময়ে নতুন করে ২৫৩ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ৪ হাজার ৪৪৬ জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন