করোনা প্রতিরোধে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ১২ মামলায় জরিমানা

কমলগঞ্জের শমশেরনগর বাজারে করোনারোধক স্বাস্থ্যবিধি না মানায় ১২ মামলায় ২ হাজার ৮শ’ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

|| সারাবেলা প্রতিনিধি, কমলগঞ্জ (মৌলভীবাজার) ||

কমলগঞ্জের শমশেরনগর বাজারে করোনারোধক স্বাস্থ্যবিধি না মানায় ১২ মামলায় ২ হাজার ৮শ’ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি মানাতে ও একইসঙ্গে সচেতনামূলক প্রচারনা চালানো হয় সোমবার সকাল থেকে উপজেলার চৌমুহনা, ভানুগাছ বাজার, শমশেরনগরসহ বিভিন্ন এলাকায়। আলাদা এসব অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, যে হারে করোনা সংক্রমণ বাড়ছে তাতে করে মানুষ সচেতন না হলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সরকার কর্তৃক করোনা প্রতিরোধে নির্দেশনাগুলো বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। 

ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলতে থাকবে।

সংবাদ সারাদিন