করোনা নেগেটিভ প্রত্যয়নপত্র দিয়ে আটক দুই প্রতারক

||পজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা) ||

সাভার এলাকায় পোশাক কারখানাগুলোতে কাজে যোগ দিতে লাগছে করোনা নেগেটিভ প্রত্যয়নপত্র। আর এই সুযোগে জাল প্রত্যয়নপত্র ব্যবসা ফেঁদে বসেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংশ্লিষ্ট কিছু লোক। শুক্রবার সকালে এমন দুইজন প্রতারককে আটক করার পর বিষয়টি জানাজানি হয়।

জাল প্রত্যয়নপত্র বিক্রির সঙ্গে জড়িত দুইজনের একজন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক অফিস সহকারী সাইদ। তার বাড়ি নওগাঁর সদর থানার হগলবাড়ি। আরেকজন রাজু মিয়ার বাড়ি কুড়িগ্রাম সদর থানার পলাশ বাড়ি চৌকিদার পাড়ায়।

উপ-পরিদর্শক (এসআই) হামিদুর রহমান জানান, কয়েক দিন আগে সাইফুল ইসলাম ও রবিউল নামে দুই ব্যক্তি করোনা পরীক্ষার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এসময় আটক সাঈদ ও রাজু নিজেদের স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারি পরিচয় দিয়ে করোনার পরীক্ষার দায়িত্ব নেন। পরে করোনার পরীক্ষার জন্য সাইফুল ও রবিউলকে পৌর এলাকার উল্লাইলে একটি ফার্মেসিতে নিয়ে যায়। এরপরে তাদের করোনার নেগেটিভ সনদ দেয়া হয়।

আরমানা গ্রুপের ডেনিটেক্স লিমিটেডের পোশাক শ্রমিক সাইফুল কাজে যোগ দিতে গিয়ে প্রত্যয়নপত্র দেখালে কর্তৃপক্ষের সন্দেহ হয়। যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে প্রত্যয়নপত্রটি জাল বলে জানা যায়।

এবিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়মুল হুদা জানান, সাঈদ নামে আটক ব্যক্তি আরো এক বছর আগে আউট সোর্সিং হিসেবে অফিস সহকারীর কাজ করতেন। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক করা প্রসঙ্গে ডা. হুদা বলেন, হয়তোবা সে কোন কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলো।

এ ঘটনায় সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সাভারের উলাইল এলাকা থেকে রাজু মিয়াকে আটক করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক করা হয়েছে সাঈদকে।

সাইদ ও রাজুকে অভিযুক্ত করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী লিটনকে দিয়ে থানায় অভিযোগ দায়ের করানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন