|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
অধ্যাপক মুনতাসীর মামুনকে নিবিড় পরিচর্যা ইউনিট-আইসিইউতে নেওয়া হয়েছে। এরআগে রোববার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালটির নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মনিলাল আইচ এ তথ্য জানান।
তিনি বলেন, “রোববার রাতে ভর্তি হওয়ার পরই তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা মোটামোটি স্থিতিশীল আছে। তার হার্টের সমস্যার পাশাপাশি শ্বাসকষ্টেরও সমস্যা রয়েছে। তার যে শারীরিক অবস্থা তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। আজ সোমবার দুপুরের মধ্যেই তার নমুনা পরীক্ষার ফলাফল আসবে।”
৬৯ বছর বয়সী এই অধ্যাপকের শরীরে নভেল করোনাভাইরাসের সব লক্ষণ-উপসর্গ বিদ্যমান রয়েছে। অধ্যাপক মুনতাসীরের পারিবারিক বন্ধু কবি তারিক সুজাত জানিয়েছেন, “গত ১৮ই এপ্রিল মা জাহানারা খান কোভিড-১৯ আক্রান্ত হলে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করতে যান অধ্যাপক মামুন। মায়ের সংস্পর্শে আসায় তার মধ্যেও হয়তো কোভিডের সব লক্ষণ দেখা যাচ্ছে।”
এদিকে সোমবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক জানিয়েছেন, অধ্যাপক মুনতাসির মামুনের মা জাহানারা খাতুন অনেকটাই ভাল।