|| অনলাইন প্রতিনিধি, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) ||
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মৃত ব্যক্তির লাশ কাঁধে নিয়ে দাফনের ব্যবস্থা করলেন উপজেলা চেয়ারম্যান।
উপজেলার বায়েক ইউনিয়নের কোনাঘাটা গ্রামের মৃত আঃ আজিজ ওরফে গেদু মিয়ার পুত্র হোসেন মিয়া (৫৫) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শুক্রবার (২৬ জুন) সকাল ৯ টায় নিজ বাড়িতে মারা যান। হোসেন মিয়া কৃষিকাজ করতেন। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তার লাশ দাফনে আত্মীয়স্বজন, পাড়াপড়শি কিংবা গ্রামবাসী ভয়ে-আতংকে কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাওসার ভূঁইয়া মরদেহ দাফনের ব্যবস্থা করেন। তিনি নিজে উপস্থিত থেকে লাশের গোসল করানো, কবর খোঁড়া থেকে শুরু করে জানাজা পড়িয়ে লাশ দাফন করার ব্যবস্থা করেন।
হোসেন মিয়ার পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন যাবৎ হোসেন মিয়ার শরীরে জ্বর সাথে কাশিও ছিল। জ্বর-কাশি না কমায় গত বৃহস্পতিবার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার নমুনা দেওয়া হয়। শুক্রবার (২৬ জুন) সকাল ৯ টায় হোসেন মিয়া তার নিজ বাড়িতে মারা যান। লাশ দাফনে আত্মীয়স্বজন, পাড়াপড়শি বা গ্রামবাসী করোনা আতংকে এগিয়ে আসেনি। উপায় না পেয়ে তারা উপজেলা চেয়ারম্যানকে খবর দিলে তিনি ওইদিন দুপুরে এসে বিকেল ৩ টায় লাশ দাফনের ব্যবস্থা করেন। এজন্য তারা উপজেলা চেয়ারম্যনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া বলেন, করোনাভাইরাসে মৃত্যু হয়েছে মনে করে ভয়ে গ্রামের লোকজন হোসেনের মরদেহ দাফনে এগিয়ে আসেনি। আমি খবর পেয়ে ওখানে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মরদেহ দাফনের ব্যবস্থা করেছি। তিনি আরো বলেন ভয় আতংক জয় করে সাবধানতার সাথে আমদের এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং করোনাকালে আমাদের সকলকেই মানবিক হতে হবে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান।