করোনায় সিরাজগঞ্জ নার্সিং কলেজের ছাত্রীর মৃত্যু, আরও ১৮ জন আক্রান্ত

||অনলাইন প্রতিনিধি,সিরাজগঞ্জ ||

সিরাজগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে নার্সিং কলেজের ছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত ওই শিক্ষার্থীর নাম তামান্না খাতুন (২০) সে এনায়েতপুর খাজা ইউনুস আলী নার্সিং কলেজের ছাত্রী ছিলো। তার বাড়ি পাবনার আটঘরিয়ায়।

জানা যায়, এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে গত মঙ্গলবার করোনা উপসর্গ নিয়ে তামান্না (২০) ভর্তি হয়। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার ৮ জুন বিকেলে তার রিপোর্ট পজেটিভ আসে। এর আগে সোমবার রাতে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় তিন জনের মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘন্টায় চিকিৎসক সহ ১৮ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬৬ দাড়ালো।

এছাড়া খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের দুই জন চিকিৎসকসহ সহ নতুন করে জেলায় ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

সসা/স্বপন/এসএম/এসকে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন