করোনায় সারাদেশে নতুন শনাক্ত ৬৮৩০ মারা গেছে ৫০ জন

সারাদেশে গেলো চব্বিশ ঘন্টায় নতুন করে আরো ৬ হাজার ৮৩০ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এছাড়া একই সময়ে এই ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৫০ জন।

|| সারাবেলা প্রতিবেদন ||

সারাদেশে গেলো চব্বিশ ঘন্টায় নতুন করে আরো ৬ হাজার ৮৩০ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এছাড়া একই সময়ে এই ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৫০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৯ হাজার ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৬ হাজার ৮৩০ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জন।

এছাড়া শুক্রবার সকাল আটটা পর্যন্ত সময়ে এই ভাইরাসে সংক্রমিত হয় মারা গেছে  ৫০ জন। এনিয়ে দেশের গেলো ৮ই মার্চ করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত সময়ে ৯ হাজার ১৫৫ জন মারা গেছেন।

এদিকে দেশের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন এমন রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন।

সংবাদ সূত্র: তথ্যবিবরনী

সংবাদ সারাদিন