করোনায় মৃত ১০১ নতুন শনাক্ত ৪৯২ জন

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

একদিনে নতুন করে ১০ জন মারা যাওয়ার মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা একশ ছাড়ালো। এই সংখ্যা এখন ১০১ জন। এছাড়া নতুন ৪৯২ জন শনাক্ত হওয়ায় এখন পর্যন্ত করোনাশনাক্ত মানুষের সংখ্যা ২৯৪৮ জন। গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭৭৯টি।

এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৬ হাজার ৩০৪টি নমুনা পরীক্ষা করা হলো। অন্যদিকে গেল ২৪ ঘন্টায় আরো ১০ জন সুস্থ হওয়ার মধ্য দিয়ে এ পর্যন্ত ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে দেশের করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ এসব তথ্য তুলে ধরেন। মৃতদের মধ্যে ঢাকায় ৫, নারায়ণগঞ্জে ৪ ও নরসিংদীতে ১জন জানিয়ে ডা. নাসিমা সুলতানা বলেন, এদের মধ্যে পুরুষ ৮ জন এবং নারী ২ জন।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ; এরপর ১৮ই মার্চ দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। তবে গেল একদিনে মারা যাওয়া ও নতুন রোগী শনাক্তের সংখ্যা এটাই সর্বোচ্চ।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন