করোনায় মৃত দেড়শ’র বেশী আক্রান্ত বেড়ে ৫৯১৩

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

করোনাভাইরাসে দেশে গেল ২৪ ঘণ্টায় নতুন আরো ৪৯৭ জনের আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৫ হাজার ৯১৩ জন। আর নতুন করে মারা গেছেন ৭জন। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫২ জনে। সুস্থ হয়েছেন আরো ৯৮ জন। মোট সুস্থ হলেন ১৩১ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বুলেটিনে যুক্ত হয়ে গেল একদিনের সবশেষ এই তথ্য জানালেন সংস্থার পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ছয়জন পুরুষ, একজন নারী। তাদের পাঁচজন ছিলেন ঢাকার বাসিন্দা, এক জন সিলেটের, এক জন রাজশাহীর। আর তাদের পাঁচ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, এক জনের বয়স ৪০ থেকে ৫১ বছরের মধ্যে। এছাড়া একজন শিশু মারা গেছে, যারা বয়স দশ বছরের নিচে।

নাসিমা সুলতানা জানান, দেশের ৬৪ জেলার মধ্যে ৬০টিতেই কোভিড-১৯ রোগী পাওয়া গেছে। খুলনা বিভাগে ঝিনাইদহ জেলায় নতুন করে রোগী পাওয়া গেছে। এ বিভাগে শুধু সাতক্ষীরা জেলা এখনও কোন রোগী পাওয়া যায়নি। এছাড়া চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ও রাঙামাটি এবং রাজশাহী বিভাগের নাটোর জেলায় কারও মধ্যে এখনও সংক্রমণ ধরা পড়েনি।

এর আগে দেওয়া রাজশাহী বিভাগের তথ্যে সংশোধনের কথা জানিয়ে অতিরিক্ত মহাপরিচালক বলেন, রোববার নাটোরে যে রোগীর কোভিড-১৯ আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছিল, প্রকৃতপক্ষে তিনি ঢাকার বাসিন্দা।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪ হাজার ১৯২টি, যার মধ্যে পরীক্ষা হয়েছে ৩ হাজার ৮১২টির। কোভিড-১৯ এর মত লক্ষণ রয়েছে এমন ৫০ হাজার ৪১০ জন রোগীর নমুনা এ পর্যন্ত পরীক্ষা করেছে স্বাস্থ্য অধিদপ্তর ।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৮৫ জনকে, সব মিলিয়ে এখন আইসোলেশনে আছেন ১ হাজার ২২০জন। সারা দেশে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৭৭ হাজার ৬৭৯ জন।

নাসিমা সুলতানা জানান, সারা দেশে আইসোলেশন শয্যা আছে ৯ হাজার ৬৩৮টি, ঢাকা মহানগরীতে রয়েছে ৩ হাজার ৯৪৪টি, ঢাকা সিটির বাইরে ৫ হাজার ৭৯৪টি আইসোলেশন শয্যা আছে। সারা দেশে আইসিইউ ইউনিটের সংখ্যা ৩৪১টি, ডায়ালাইসিস ইউনিট আছে ১০২টি।

গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৭৪৫টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী স্বাস্থ্য অধিদপ্তর সংগ্রহ করেছে, বিতরণ হয়েছে ১২ লাখ ৯১ হাজার ৯৮টি। এ পর্যন্ত মজুদ রয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৫৭টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী #

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন