করোনায় নতুন শনাক্ত ৩৯০ জন মৃত ১০

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন ৩৯০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৭২ জনে। এছাড়া গেল একদিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১০ জন। এ নিয়ে এখন মারা গেলে ১২০ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯৬টি। এই পরীক্ষায় যে ৩৯০ জন শনাক্ত করা হয়েছে তা মোট পরীক্ষার প্রায় ১০ শতাংশ।

আর সবশেষ মারা যাওয়া ১০ জনের মধ্যে পুরুষ সাতজন, নারী তিন জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন এবং এনিয়ে মোট ৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন।

বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় আটই মার্চ। এরপর থেকে দেশটিতে ধীরে ধীরে রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। তবে এপ্রিল মাসের পরীক্ষা বাড়ার পাশাপাশি রোগী শনাক্তের সংখ্যাও অনেক বেড়ে যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকায়। এরপরেই রয়েছে নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জ।

এদিকে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশে ডক্টরস ফোরাম বিডিএফ বলছে, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত যেসব রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ১৫ শতাংশই চিকিৎসক এবং নার্সসহ স্বাস্থ্যকর্মী।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন