করোনায় দেশে গেল ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৮৬ জন

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

সারাদেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গেল ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৭৮৬ জন। একদিনে আক্রান্ত হওয়ার এটাই সর্বোচ্চ সংখ্যা। গেল ৮ই মার্চের পর থেকে এ পর্যন্ত সময়ে মোট আক্রান্তের সংখ্যা ১০,৯২৯ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা গেছে একজন। মোট মৃতের সংখ্যা ১৮৩ জন। মারা যাওয়া মানুষটি একজন পুরুষ। যার বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা মঙ্গলবার দুপুরে দেশের করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির সবশেষ এসব তথ্য উপস্থাপন করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৭১১ জনের, যেটি আগের দিনের চেয়ে ৪৯৬ টি কম। এখনো পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৩৪০৫ জনের। এখন মোট ৩৩টি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এছাড়া সুস্থতা নির্ধারনের নতুন গাইডলাইন অনুযায়ী গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হওয়ার সংখ্যা ১৪০২ জন।

বাংলাদেশে করোনায় আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ই মার্চ; প্রথম কেউ মারা যান ১৮ই মার্চ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন