|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এখন ১৮৮৮ জন। গেল চব্বিশ ঘন্টায় আরও ৪১ জন মারা গেছেন প্রাণঘাতি এই ভাইরাসে সংক্রমিত হয়ে।
বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত করা গেছে আরও ৩ হাজার ৭৭৫ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট শনাক্তসংখ্যা এ পর্যন্ত ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
তিনি জানান, আইইডিসিআরের অনুমিত হিসাবে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগী ও বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে আরও ২ হাজার ৪৮৪ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা এখন ৬২ হাজার ১০২ জন।