|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
করোনা সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। দেশে গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৫২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৭৯০ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা গেছেন আরও ৫ জন। গেল ১৮ই মার্চ থেকে এসময়ে মৃতের সংখ্যা এখন ১৭৫ জন। অন্যদিকে গেল একদিনে সুস্থ হয়েছেন আরও ৩ জন। এ পর্যন্ত মোট ১৭৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনকার অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে দেশের করোনাভাইরাস সংক্রমণের সবশেষ এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, গত একদিনে মারা যাওয়াদের মধ্যে তিন জন পুরুষ, দুই জন নারী। তারা সবাই ঢাকার মানুষ।
সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে মোট ৩১টি ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা হচ্ছে জানিয়ে অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় এসব ল্যাবে ৫ হাজার ৮২৭টি নমুনা পরীক্ষা হয়েছে।
বুলেটিনে জানানো হয়, গত এক দিনে আইসোলেশনে আনা হয়েছে ১৬৮ জনকে; এখন আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৬৩২ জন।
১লা মের বিভাগওয়ারি পরিসংখ্যান তুলে ধরে অধ্যাপক নাসিমা বলেন, এ পর্যন্ত যারা কোভিড-১৯ রোগী হিসেবে শনাক্ত হয়েছেন, তাদের ৮৩ দশমিক শূন্য ৭ শতাংশই ঢাকা বিভাগের।
আক্রান্তদের মধ্যে ৪ দশমিক ৬ ভাগ চট্টগ্রাম বিভাগের, ১ দশমিক ৫৭ ভাগ সিলেট বিভাগের, ১ দশমিক ৮০ ভাগ রংপুর বিভাগের, ২ দশমিক ২০ ভাগ খুলনা বিভাগের, ৩ দশমিক ৭১ ভাগ ময়মনসিংহ বিভাগের, ১ দশমিক ৬৯ ভাগ বরিশাল বিভাগের, রাজশাহী বিভাগের রয়েছেন ১ দশমিক ৫৩ ভাগ রোগী। #