করোনায় গেলো একদিনে মারা গেছে ৬৩ জন সংক্রমিত ৭৪৫২

গেলো চব্বিশ ঘন্টায় দেশে করোনাভাইরাসে সাত হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। আর একই সময়ে মারা গেছে ৬৩ জন।

|| সারাবেলা প্রতিবেদন ||

গেলো চব্বিশ ঘন্টায় দেশে করোনাভাইরাসে সাত হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। আর একই সময়ে মারা গেছে ৬৩ জন। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৪৬২ জন। এই সংখ্যা দেশে করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জনে দাঁড়ালো।

অন্যদিকে গত এক দিনে মৃত ৬৩ জনকে নিয়ে এ পর্যন্ত মোট ৯ হাজার ৫৮৪ জন মানুষ মারা গেছে এই ভাইরাস সংক্রমণে। এর আগে বৃহস্পতিবার ৭৪ জন কোভিড-১৯ রোগীর মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, যা দেশে একদিনে মৃত্যুর সংখ্যায় সর্বাধিক।

সুস্থতার পরিসংখ্যান জানাতে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন এমন রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫১১ জন। এই সংখ্যা নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জনে।

বাংলাদেশে গত বছরের ৮ই মার্চ করোনাভাইরাসের প্রথম প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করেছিল সরকার। এ বছর ৩১শে মার্চ তা ৯ হাজার ছাড়িয়ে যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২৪৩টি ল্যাবে ৩১ হাজার ৬৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪৯ লাখ ৪৭ হাজার ৪১২টি নমুনা।

নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৭ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ লাখ ৫ হাজার ২৩৪টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ১২ লাখ ৪২ হাজার ১৭৮টি।

সংবাদ সারাদিন