|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
সারাদেশে গেল চব্বিশ ঘন্টায় নতুন করে ১৬১৭ জনের শরীরে শনাক্ত করা গেছে নতুন করোনাভাইরাস। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হলো ২৬ হাজার ৭৩৮ জন।
বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৬ জন। গেল ১৮ই মার্চ প্রথম মৃত্যুর পর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৮৬ জনে। আর চিকিৎসা নিচ্ছেন এমন রোগীদের মধ্যে গেল চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৫ হাজার ২০৭ জন সুস্থ হয়ে উঠলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বুধবার দেশের করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ এসব উপস্থাপন করেন।
মারা যাওয়াদের বিশ্লেষনাত্মক পরিসংখ্যান জানিয়ে তিনি বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ১৩ জন, নারী ৩ জন। এদের একজনের বয়স ছিল আশি বছরের বেশি। এছাড়া ২ জনের বয়স ছিল ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ৪ জনের বয়স ছিল ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ছিল ১০ বছরের কম।
বুলেটিনে জানানো হয়, গত এক দিনে দেশের ৪৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন যুক্ত হয়েছে ইউনাইটেড হাসপাতাল। এই সময়ে নতুন করে ৩০০ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ৮১৬ জন।