|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
দেশে গেল চব্বিশ ঘন্টায় নতুন করে ২১ জনের মৃত্যুর মধ্য দিয়ে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ৫২২ জন। একই সময়ে দেশের ৪৮টি ল্যাবে ৫ হাজার ৪০৭ টি নমুনা পরীক্ষা করায় আরও ১ হাজার ১৬৬ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত করা গেছে। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৬ হাজার ৭৫১ জন হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সবশেষ এসব তথ্য তুলে ধরেন।
ঈদের ছুটি শেষে যারা গ্রাম থেকে আবার শহরে ফিরবেন, তাদের সতর্ক করে দিয়ে নাসিমা সুলতানা বলেন, “ঈদের ছুটি শেষ হয়ে যাচ্ছে। চলাচল বেড়ে যাবে। প্রত্যেকে মাস্ক ব্যবহার করবেন। মাস্ক সঠিকভাবে ব্যবহার করবেন, আমরা যেন তা খুলে না রাখি। সামাজিক দূরত্ব বজায় রাখবেন।”
তিনি জানান, সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে হয়েছেন মোট ৭ হাজার ৫৭৯ জন।
মারা যাওয়াদের বিশ্লেষনাত্মক পরিসংখ্যান জানাতে গিয়ে ডা. নাসিমা সুলতানা বলেন, গেল চব্বিশ ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ১৪ জন পুরুষ, ৭ জন নারী। তাদের ২০ জনই মারা গেছেন হাসপাতালে, ১ জন বাড়িতে। এদের মধ্যে ৩ জন ছিলেন ঢাকা মহানগরের বাসিন্দা, ৭ জন মহানগরের বাইরে ঢাকা জেলার অন্যান্য এলাকায় থাকতেন। এছাড়া মুন্সীগঞ্জের ১ জন, নরসিংদীর ১ জন, গাজীপুরের ১ জন, মানিকগঞ্জের ১ জন, চট্টগ্রাম মহানগরী এলাকার ১ জন, মহানগরী বাদে চট্টগ্রাম জেলায় ১ জন, কক্সবাজারের ১ জন, কুমিল্লার ২ জন, পিরোজপুরের ১ জন, ঝালকাঠির ১ জন রয়েছেন মৃতদের মধ্যে।
নাসিমা সুলতানা জানান, এই ২১ জনের মধ্যে একজনের বয়স ছিল ৮০ বছরের বেশি। এছাড়া ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন ছিলেন। ১০ বছরের কম বয়সী এক শিশুরও মৃত্যু হয়েছে গত এক দিনে।
বুলেটিনে জানানো হয়, গত এক দিনে দেশের ৪৮টি ল্যাবে ৫ হাজার ৪০৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৫৬ শতাংশ। এছাড়া এই সময়ে নতুন করে ১৮২ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ৪ হাজার ৭৭০ জন।রয়েছেন ৪ হাজার ৭৭০ জন।